Nadia

Apr 06 2023, 13:36

খিচুড়ির জন্য চাইনা স্কুল,শিক্ষাকা কে চাই স্কুলে, এই দাবিতেই বিক্ষোভ স্থানীয়দের


নদীয়া : খিচুড়ির জন্য চাইনা স্কুল, খিচুড়ির সঙ্গে চাই পড়াশোনা। এরই দাবিতে হরিণঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দলুইপুর ICDS স্কুলের সামনে বিক্ষোভ স্থানীয়দের। তাদের অভিযোগ ওই স্কুলে একজন করে কর্মী নিয়োগ হয়েছে দীর্ঘদিন যাবত। আরিফা বিবি নামে স্থানীয় এক গৃহবধূ ওই স্কুলে রান্নাবান্না থেকে শুরু করে সমগ্র কাজ সামলাতে। হঠাৎই তাকে সরিয়ে দিয়ে রুমা দাস নামে বহু পূর্বে ওই বিদ্যালয়ে দায়িত্বে ছিলেন এমন এক শিক্ষাকে নিয়োগ করা হয়।

স্থানীয়দের দাবি আরিফা ছেলেমেয়েদের মিড ডে মিলের খাবার যত্ন সহকারে রান্না করে দিতেন। এবং এই স্কুলের জন্য অনেক কিছু করেছেন তিনি। অতএব তাকেই ফিরিয়ে আনতে হবে এই স্কুলে। এই দাবি জানিয়ে আর সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

পাশাপাশি তারা দাবি তুলে স্কুলে শুধু খিচুড়ি দিলে হবে না পড়াশোনাও করাতে হবে শিক্ষার দাবি তুলে তারা। কারণ পড়াশোনার জন্য স্কুল খিচুড়ির জন্য নয় প্রতিবাদের মধ্যে দিয়ে জানান তারা। সমগ্র দাবিতে সকালবেলা ওই স্কুলে তালা মারা স্থানীয়রা যদিও পরবর্তীকালে তালা খোলা হয় তবে বিক্ষোভ চলে তাদের দাবি একই, এখন দেখার দাবি মেটে কিনা।

Nadia

Apr 05 2023, 21:19

*তৃণমূল মানেই চোর: শুভেন্দু*

নদিয়া: আজ নদীয়ার হাঁসখালিতে আছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসক দল তৃণমূলকে এক হাত নিয়ে তিনি জানান,,,

জোর ধাক্কা সৌমেন্দ্রের অপরাধ শুভেন্দু ভাই সে বিজেপি কর্মী। দুর্নীতি, চোর, তৃণমূল মানে চোর। লোক তৃণমূল কে দেখলেই বলছে চোর চোর চোর।চোরের হাত থেকে বাঁচার জন্য পশ্চিমবঙ্গ এ দাঙ্গা বাজ তিনি দাঙ্গা লাগিয়েছেন। আগামীকাল হুনুমান জয়ন্তী শান্তিপূর্ন ভাবে পালিত হবে, ইস্টার, আম্বেদকার জয়ন্তী, ঈদ উৎসব ভালো ভাবে পালিত হবে। আমরা সব কে সাথ সব কে বিকাশ, সব বিশ্বাস সব কে প্রয়াস করি । 

হাঁসখালি তে 2022 সালে এপ্রিল মাসে স্থানীয় তৃণমল নেতার ছেলের জন্মদিনে এক তরুণীকে গণ ধর্ষণ করা হয় এবং তার মৃত্যু হয় এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল স্বেচ্ছাসেবী দল প্রতিবাদে সামিল হয় মামলা যায় সিবিআই এর হাতে 9জন্ বর্তমানে জেল হেফাজতে আছে। ওই নির্যাতিতা তরুণীর প্রথম মৃতযুবার্ষিকীতে স্মৃতি সৌধ স্থাপন করেন  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃবর্গ।

Nadia

Apr 05 2023, 19:53

*কালীগঞ্জের মোলান্দিতে উদ্ধার হওয়া ৬২টি সকেট বোম নিষ্ক্রিয় করল সিআইডি বম্ব স্কোয়াড*


কালীগঞ্জের মোলান্দি গ্রামে সিপিআইএম নেতা হকসাদ মণ্ডলের বাড়ির পাশ থেকে উদ্ধার হওয়া বোমা গুলো নিষ্ক্রিয় করল সিআইডি বোম্ব স্কোয়াড। গোপন সূত্রে খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিস বুধবার সকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে চারটি ড্রামে রাখা ৬২টি সকেট বোমা উদ্ধার করে। সিআইডি বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এসে বোমা গুলো নিষ্ক্রিয় করে। উল্লেখ্য গত মাসেই ওই এলাকায় পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় কালীগঞ্জ থানার ওসি সহ পাঁচ জন আহত হয়েছিলেন।

Nadia

Apr 05 2023, 19:07

*চাপড়ায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ১৬*


বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন ১৬ জন যাত্রী। বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে চাপড়ার ছোট আন্দুলিয়ায় কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি পাটিকাবাড়ি থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল।

সামনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে ৭ জন মহিলা সহ মোট ১৬ জন যাত্রী গুরুতর জখম হন। বাসের চালক যখম অবস্থায় দীর্ঘক্ষণ গাড়ির মধ্যে আটকে থাকেন। স্থানীয় বাসিন্দারা ও চাপড়া থানার পুলিশ জেসিবি সাহায্যে তাঁদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তিন জনকে সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

 বাসের এক যাত্রী বিজয় মাঝির দাবি সামনের বাসটিকে ওভারটেক করার জন্য বাসটি খুব দ্রুত গতিতে যাচ্ছিল এবং সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

বাইট: বিজয় মাঝি, বাসের যাত্রী

Nadia

Apr 05 2023, 17:25

*WBSEDCL পরিচালিত বিভিন্ন কাস্টমার কেয়ার সেন্টার বন্ধে নাজেহাল গ্রাহকরা*


সাম্প্রতিক নদীয়ার শান্তিপুর ডাকঘর এবং সূত্রাগর অঞ্চলে অবস্থিত WBSEDCL পরিচালিত ইলেকট্রিক ইলেকট্রিক বিল জমা দেওয়ার সিএসপি দুটি রয়েছে বন্ধ। এ বিষয়ে, দায়িত্বে থাকা ওই দুই কর্মচারী জানান, বিগত চান মাস যাবৎ তারা কোন মাইনে পাচ্ছেন না এজেন্সির কাছ থেকে। ২০১১ সাল থেকে এই কাজের উপর নির্ভর করে পরিবার চলে, কিন্তু পরপর চার মাস মাইনে না দেওয়ার কারণে সমস্যার সৃষ্টি হয় বৃহৎ আকারে ।

ঘটনাটি শুরু শান্তিপুরের নয় সারা রাজ্যের এটিপি কিয়স্কে কর্মরত হাজার হাজার সিএসপি রা গত পয়লা এপ্রিল থেকে লাগাতার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে নিয়োগকৃত এজেন্সির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সুরাহার রাস্তা মেলেনি। তবে তারা এক মাসের মাইনে নিয়ে, আপাতত সকল সিএসপি খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। কিন্তু সিএসপি কর্মীদের, ভাবি ডিসেম্বর ২০২০ থেকে ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত শুধু চার মাসের মাইনেই নয়, তাদের অতিরিক্ত কাজের মজুরি দেওয়া হয় না,  রিলিভারদের ট্রাভেলিং এলাউন্স দেওয়া হয় না, এ ধরনের স্থায়ী সমাধানের কোন পথ জানায়নি এজেন্সি।

এতে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা, এযাবৎকাল যেকোনো এলাকার বিল যেকোনো সময় এমনকি রাতেও গ্রাহকরা তাদের সুবিধা মত দিতে পারতেন। কিন্তু বর্তমানে অনলাইনে পেমেন্টে আকর্ষণীয় ছাড় ঘোষণা করে গ্রাহকদের অনলাইনের প্রতি ঝোঁক বাড়ানোর চেষ্টা করলেও, একটা বড় অংশের গ্রাহকরা অনলাইনে অভ্যস্ত নন। এমনকি পড়াশোনা জানা বেশ কিছু প্রবীণ মানুষজনও অনলাইনের থেকে স্বাচ্ছন্দ বোধ করতেন এ ধরনের সিএসপিতে ইলেকট্রিক বিল জমা দিতে। 

যদিও সিএসপি বন্ধ থাকার পর থেকে নিয়মিত, কাউন্টার খোলা হয়েছে ইলেকট্রিক সাপ্লাই অফিসের পক্ষ থেকে। কিন্তু সেটা সরকারি সময় অনুযায়ী, বিভিন্ন প্রান্তিক পরিবারের পরিশ্রম করা ব্যক্তিরা সচরাচর সময় পান সন্ধের পরে, তখন আর কাউন্টারে দেওয়ার ব্যবস্থা থাকে না, অনলাইনে দিতেও তারা অভ্যস্ত নয়, আর তারাই পড়েছেন বিপাকে।

 তবে সিএসপি কর্মীদের সংগঠন সূত্রে বলা হয়েছে আগামী দিনে বৃহৎ আন্দোলনের মাধ্যমে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন।

Nadia

Apr 05 2023, 17:23

*উৎপাদন বাড়াতে গঙ্গায় ছাড়া হলো ছোট মাছ*

নমামি গঙ্গা প্রকল্পে মৎস্যজীবী এবং মাছের উৎপাদন বাড়াতে নদীয়ার নবদ্বীপে গঙ্গায় ছাড়া হলো ছোট মাছ।

কেন্দ্রীয় প্রতিষ্ঠান ব্যারাকপুর কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা সংস্থার উদ্যোগে নমামী গঙ্গা প্রকল্পের অধীন বুধবার নবদ্বীপ গ্রামীণ অঞ্চলের স্বরূপগঞ্জ ঘাটে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাগীরথী ও জলঙ্গীর সংযোগস্থলে প্রায় আড়াই লক্ষ মাছের চারা বা মীন ছাড়া হল।

গঙ্গা দূষণের ফলে গঙ্গা থেকে প্রায় হারিয়ে যেতে বসা গঙ্গার নিজস্ব মাছ রুই কাতলা মৃগেল সহ বিভিন্ন মাছের বংশবৃদ্ধির মাধ্যমে উৎপাদন বাড়াতে, গঙ্গায় ডলফিন সংরক্ষণ সচেতনতা বৃদ্ধি করতে এবং গঙ্গা দূষণ রোধ ছাড়াও স্থানীয় মৎস্যজীবীদের জীবন জীবিকায় উৎসাহ দিতে এই কর্মসূচি নেওয়া হগেছে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।প্রতিবছরই এই সময় সংস্থার পক্ষ থেকে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছে সংস্থার কর্মকর্তারা।

Nadia

Apr 05 2023, 17:03

*বোমাবাজির বিরুদ্ধে নাম জড়ালো তৃণমূলের*

বিজেপির শক্তি প্রমুখের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের, তাদের মতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব 

পঞ্চায়েত নির্বাচন যতই দৌড় গোড়ায় আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এক ফোটাও জায়গা ছাড়তে নারাজ শাসক দল থেকে শুরু করে বিরোধীরা। গত পঞ্চায়েত নির্বাচনেও অশান্তিতে ভরপুর হয়ে উঠেছিল গোটা রাজ্য। এবার পঞ্চায়েত নির্বাচন আসার আগেই গভীর রাতে বিজেপির শক্তি প্রমুখের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও বিজেপির তোলা অভিযোগ পুরোপুরি অস্বীকার তৃণমূলের। নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া দু'নম্বর পঞ্চায়েতের অন্তর্গত গবার চরের বিজেপির শক্তি প্রমুখ সমীর বিশ্বাসের অভিযোগ, গতকাল সন্ধ্যায় ভাগীরথী নদীর তীরে তার পরিবারের এক সদস্য সাথে অশান্তি হয় তৃণমূলের বেশ কিছু যুবকদের সাথে, পরবর্তীতে রাত দুটো নাগাদ আচমকায় তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। বিজেপির শক্তি প্রমুখ সমীর বিশ্বাস বাইরে বেরিয়ে এসে দেখে তার ঘরের টিনের চালার উপরে একটি ফাটা বোম পড়ে রয়েছে, আরও একটি বোম নিচের অংশে পড়ে থাকতে দেখেন তিনি। যদিও গতকাল রাতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ, এরপর বোমা গুলিকে উদ্ধার করে। বিজেপির শক্তি প্রমুখ সমীর বিশ্বাসের সরাসরি অভিযোগ, এই ঘটনার সাথে ওই অঞ্চলের তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিরায় জড়িত রয়েছে। যদিও সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুরের বিজেপির শীর্ষ নেতৃত্বরা বিজেপির শক্তি প্রমুখ সমীর বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখা করেন। তবে বোমাবাজির ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেন ওই অঞ্চলের ২৩৭ নম্বর বুথের বুথ সভাপতি রঘুনাথ মিত্র। তিনি বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন এই অঞ্চলে তৃণমূলের যথেষ্টই প্রভাব রয়েছে, বিজেপির কোনো রকম প্রভাব নেই বলে নিজেরা চক্রান্ত করেই বোমাবাজি করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। এটা ওদের নিজেদের গোষ্ঠী দ্বন্দ্ব। তৃণমূল এই ধরনের নোংরা রাজনীতি করে না। আমরা সকলেই এই অঞ্চলে মিলেমিশে বসবাস করি। তবে বিজেপির শক্তি প্রমুখের বাড়িতে বোমাবাজির ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। যদিও বোমাবাজির ঘটনায় তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

Nadia

Apr 04 2023, 19:39

নদীয়ার শান্তিপুর স্টেট সুপার স্পেশালিটি হাসপাতালের বর্তমান অবস্থা জানতে সরেজমিনে চেয়ারম্যান সহ অন্যান্য কর্তারা


নদীয়া: চিত্র-১

আট টেবিলের, তিনজন রয়েছেন ছুটিতে বাকি দুজন পৌঁছালেন এগারোটার পর, বাকি তিনজনের উত্তর জানা নেই, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতালের পথে  

চিত্র-২

নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, সম্প্রতি ঘোষিত হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে। আজ রোগী কল্যান সমিতির চেয়ারম্যান, তথা বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলরদের নিয়ে দলীয় একটি কর্মসূচিতে খোঁজখবর নিতে গিয়েছিলেন , হাসপাতালের। তখন ঘড়িতে কাঁটায় কাঁটায় সাড়ে দশটা। অন্যদিনের তুলনায় একটু বেশি তৎপর ছিল হাসপাতাল কর্তৃপক্ষ, তবে সেটা নিচের তলায় রোগী এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে।

দোতলায় সুপারিন্টেন্টের ঘরে সকল কাউন্সিলর সহ পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক সহ বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর গুরুগম্ভীর আলোচনা সুপারেনটেন্ট ডক্টর তারক বর্মন এর সাথে। বাইরে প্রতীক্ষায় ছিল দলীয় কর্মী সমর্থকরা। তাদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই লক্ষ্য করেন, পাশের ঘরে যেখানে সমস্ত ধরনের ক্লারিক্যল কাজকর্ম হয়, সেখানে আটটি টেবিলই রয়েছে ফাঁকা। এই নিয়ে নিজেদের মধ্যে জল্পনা চললেও,পাছে সরকারি ডক্টরের বদনাম হয় সেই ভয়েই হয়ে হয়তো, প্রকাশ্যে মুখ খুলতে চাননি কেউই। তবে, হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে অন্যান্য কর্মচারীগণ যে প্রচণ্ড অসুবিধের মধ্যে রয়েছেন তা বোঝা গেলো, ফাঁকা টেবিলের ছবি তোলার সময় তাদের স্মিত হাসিতে । 

হাসপাতাল কর্মচারী স্বপন কুমার দাস হন্তদন্ত হয়ে এগারোটা নাগাদ প্রবেশ করে, তার টেবিলে ব্যাগ রাখতেই, আমাদের প্রশ্নের উত্তরে জানান, বাস লেট ছিলো। 

প্রায় একই সময়ে, ওই অফিস পক্ষে প্রবেশ করা রাজা বিশ্বাস জানান তিনি বেশ খানিকটা আগেই এসেছিলেন তবে, নিচে গিয়েছিলেন ডিউটি করতেই। 

মার্চ মাস শেষ হবার কারণে জমে থাকা ছুটিতে অপর তিন কর্মচারী, জানালেন সুপারন্টেন্ড ডক্টর তারক বর্মন। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক , জানালেন তারা নিচে কোথাও কাজ করছে হয়তো, উপস্থিতির বিষয়টা সুপরেনটেন্ট ভালো বলতে পারবেন। 

তবে,আটটি টেবিলের পাঁচজনের হিসাব পেলেও বাকি তিন কর্মচারীর হদিস পাওয়া যায় নি।

এ প্রসঙ্গে শান্তিপুর বিধানসভার বিজেপি কনভেনার সুব্রত কর কটাক্ষ করে বলেন, মিছিল করে হাসপাতালে গিয়ে সুরক্ষা কবজ নামে নাটক করে বেড়াচ্ছে তৃণমূল। গ্রুপ ডি কর্মী থেকে শুরু করে নার্স স্টাফ ডাক্তার কোন রিক্রুটমেন্ট নেই, অথচ সুপার স্পেশালিটি হাসপাতালের গল্প। কর্মচারীদের দোষ দিয়েও লাভ নেই, তাদের হকের ডিএ না পেলে কাজে মন লাগে ।

Nadia

Apr 04 2023, 18:19

*ট্রাক্টর উল্টে প্রাণ হারালেন এক যুবক*

নদিয়া: নিজের জমি থেকে কৃষি কাজ সেরে খালি ট্রাক্টর নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে গিয়ে চাঁপা পড়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নবদ্বীপ থানার কালিনগর এলাকায়। মৃত যুবকের নাম দিব্যেন্দু কোলে ওরফে অয়ন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবদ্বীপ থানার মহিশুরা গ্রাম পঞ্চায়েতের সদগোপ পাড়ার বাসিন্দা দিব্যেন্দু কোলে এই দিন কালিনগরের ভাগীরথী নদী সংলগ্ন এলাকায় নিজের কৃষি জমিতে ট্রাক্টরের সাহায্যে মাটি কেটে উঁচু করার কাজ করছিলেন।

জমির কাজ শেষ করে তার ট্রাক্টর চালক চলে যায়। এরপর খালি ট্রাক্টর নিয়ে বাড়িতে ফেরার পথে কোনোভাবে ট্রাক্টরটি উল্টে গিয়ে তার নিচে চাপা পড়ে যায় দিব্যেন্দু। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনার পর তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Nadia

Apr 04 2023, 15:00

*রানাঘাটে দুষ্কৃতী হামলা! প্রাণ হারালেন বাসিন্দা*

দুষ্কৃতী হামলায় মৃত্যু হলো কাকার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ভাইপো। আর এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নদীয়ার রানাঘাটে। সূত্রের খবর, রানাঘাট থানার কলাই ঘাটা এলাকার বাসিন্দা পেশায় দিন মজুর বছর 63 এর অম্বর সর্দার ও মুসুন্ডা এলাকার বাসিন্দা পেশায় দিন মজুর বিশ্বজিৎ হালদার সম্পর্কে কাকা ভাইপো। অভিযোগ, সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় কাকা ভাইপো।

অভিযোগ, রাতভর বাড়ী না ফেরায় সকাল থেকে দুই জনের খোঁজ শুরু করে দুই জনের পরিবার। আর এর পরই মঙ্গলবার সকালে মাঝদিয়া এলাকায় রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় থেকে উদ্ধার হয় কাকা ভাইপো। পরে তাদের রানাঘাট হাসপাতালে নিয়ে আসা হলে কাকা অম্বর সর্দার কে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।

অন্যদিকে ভাইপো বিশ্বজিৎ হালদার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রানাঘাট হাসপাতালে। আক্রান্ত যুবকের পরিবারের অভিযোগ, দুষ্কৃতী হামলার কারণেই এই ঘটনা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।